অবতক খবর,৩০ নভেম্বর: পার্কস্ট্রিটের মার্কুইস স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট থানার হাতে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে খবর, ধৃত সেলিম মহম্মদ বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা। স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে অশান্তির কারণে দু’বছর আগে দেশ ছেড়ে পালিয়ে আসেন।
এদেশে রবি শর্মা নামে জাল আধার কার্ড সহ অন্যান্য নথি তৈরি করেন ধৃত সেলিম মহম্মদ। এইসব নথি দেখিয়েই ভারতীয় পাসপোর্টও তৈরি করে সে। মার্কুইস স্ট্রিটের একটি হোটেলে ধৃত বাংলাদেশি নাগরিক সেলিম মহম্মদ কাজ করতো বলেও জানা গিয়েছে।