সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ১৪জুন :: ভীন রাজ্য থেকে ঘর ফিরতি পরিযায়ী শ্রমিকগণ নিজের জেলায় ফিরে প্রশাসনের তদারকিতে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছেন। দীর্ঘ লকডাউনের ফলে তাদের পরিবারের অনাটন কিছুটা হলেও দূরীভূত করতে উদ্দোগ নিলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের বিধানসভা কমিটি ও বিভিন্ন আঞ্চলিক কমিটি গুলি।
আজ রবিবার সারাদিন বৃষ্টির মধ্যেও চলছিল ত্রাণ বিতরণের কাজ। কোচবিহার জেলার নাটাবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ নাথ ঘোষ, তুফানগঞ্জ ব্লকের মারুগঞ্জ ও আমলাগুড়ি এলাকায় দুটি শিবিরে ১৪০০ দুঃস্থ অভাবি মানুষকে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরন করলেন। চাল ডাল আলু পেয়াজ সরিষার তেল সবজি মিষ্টি কুমড়া প্রভৃতি সামগ্রী প্রদান করা হয়েছে বলে জানান কোচবিহার জেলা পরিষদ সদস্য পঙ্কজ ঘোষ এবং মারুগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গোলাম মোস্তফা।
এছাড়াও ত্রাণ বিতরণ করলেন শীতলকুচি ব্লকের খলিসামারী অঞ্চল তৃণমূল কংগ্রেস। খলিসামারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুব্রত কুমার রায় ও আবুবক্কর সিদ্দিক মিঞা জানান, ভীনরাজ্য থেকে ঘর ফিরতি পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে সামান্য কিছু খাদ্য সামগ্রী তুলে দেবার উদ্দোগ নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্বদের প্রচেষ্টায় এবং শীতলকুচির বিধায়ক হিতেন বর্মনের সহযোগিতায় আজ মহিষমুড়ি হাই স্কুলের কমিউনিটি কোয়ারান্টাইন সেন্টারের ৬০জন আবাসিকের পরিবারের জন্য প্রতেককে ৫কেজি চাল এবং ডাল আলু সরিষার তেল প্রভৃতি খাদ্যসামগ্রী প্রদান করা হলো।
উপস্থিত ছিলন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক হিতেন বর্মন, খলিসামারী গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা বর্মন, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুব্রত রায় প্রমূখ সাংগঠনিক পদাধিকারীগণ। ত্রাণের সামগ্রী পেয়ে পরিযায়ীদের পরিবারের লোকজন ভীষণ খুশি।