অবতক খবর,২ অক্টোবর,ঝাড়গ্রাম: নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির ফলে ঝাড়গ্রাম জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতের হাতিয়াশুলি গ্রামে দেওয়াল চাপা পড়ে শ্যামপদ নায়েক নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অপরদিকে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের অন্তর্গত বেলপাহাড়ি থানার সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের চেকুয়াপাল গ্রামে তিনটি মাটির বাড়ি ভেঙে পড়ে । যার ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় দুই ব্যক্তি , তবে দুটি গরুর মৃত্যু হয়েছে।এছাড়াও প্রবল বৃষ্টির ফলে আরো বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে বলে ঝাড়গ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়। বেলপাহাড়িতে চেকুয়াপাল গ্রামের যাদের বাড়ি ভেঙে পড়েছে সেই তিনটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল, খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।, সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর দারি শুরু করা হয়েছে। আবহাওয়া দপ্তর ঝাড়গ্রাম জেলা জুড়ে হলুদ সর্তকতা জারি করেছে। তবে শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতের হাতিয়াশুলি গ্রামে ।ওই গ্রামের বাসিন্দা শ্যামপদ নায়েক শনিবার রাতের খাবার যখন খাচ্ছিল সেই সময় হুড় মুড় করে দেওয়াল তার উপর চাপা পড়ে যায়। তার পরিবারের অন্য সদস্যরা প্রতিবেশীদের সহযোগিতায় ভেঙ্গে পড়া দেওয়ালের মাটি সরিয়ে তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানেই শনিবার রাতেই তার মৃত্যু হয় । জামবনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে সরকারি সাহায্য দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।