অবতক খবর,২৭ ফেব্রুয়ারি: গৃহস্থ বাড়িতে বিনেপয়সায় ভারত সরকারের নির্ধারিত অমরুত জলপ্রকল্পে আবেদন করেও বাড়িতে জলের লাইন পাচ্ছে না বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্ডল পাড়ার বাসিন্দা মরণ দত্তের ।অভিযোগকারীরা জানান ভাটপাড়া পৌরসভায় গত ২০শে ডিসেম্বর ২০২৩ এর সিআইসি বোর্ড মিটিং এ পাস হয়ে যাবার পরও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার তাপস রায়ের অঙ্গুলি হেলনে তারা পানীয় জলের লাইন পাচ্ছেন না।
যদিও স্থানীয় কাউন্সিলার তাপস রায়ের দাবি অভিযোগকারীর এই ধরনের অভিযোগ একদম ঠিক নয়। তার পাশাপাশি কাউন্সিলার তাপস রায় জানান সিআইসির মিটিং এ পাস হয়ে যাওয়া মানেই প্রত্যেকেই যে জলের কানেকশন পাবে তা কিন্তু নয় ,অনুসন্ধানের পর যোগ্য ব্যক্তিরাই জলের লাইন পাবেন।