নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২০ নভেম্বর :: উত্তর দিনাজপুর :: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম থেকে উদ্ধার দু’টি নীলগাই। নীলগাই দুটিকে কুলিক পক্ষীনিবাসে আনা হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, করণদিঘি থানার ভাড়িয়াডাঙি গ্রামে এদিন সকালে দুটি নীলগাইকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷
বন দপ্তর সূত্রে জানা গেছে, সীমান্তের কাটা তারে আটকে গিয়েছিল ওই দুটি নীলগাই।
স্থানীয়রা উদ্ধার করে বন দপ্তরকে খবর দিলে এদিন উত্তর দিনাজপুর বন দপ্তরের কর্মীরা গিয়ে দু’টি নীলগাইকে উদ্ধার করে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর কুলিক পক্ষীনিবাসেই আপাতত দুই নীলগাইকে রাখা হবে বলে খবর।