অবতক খবর :: বহরমপুর ::    লকডাউন এর কারণে সমস্যার মধ্যে আছেন ভারত-বাংলাদেশ সীমান্তের মানুষেরা। রঘুনাথগঞ্জ এর বিধায়ক আখ্রুজামান বিএসএফের সঙ্গে নারুখাকি চরে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন ,কারণ এটি ভারত-বাংলাদেশ সীমান্তের এলাকা এখানে ঢুকতে গেলে বিএসএফের অনুমতি দরকার এখানে যে মানুষগুলো বাস করে তাদের খাদ্যের যাতে কোন অসুবিধা না হয় সেই বিষয়ে আলোচনা করলেন।


যদিও বিএসএফের তরফ থেকে এই এলাকার মানুষদের খাদ্য পৌঁছে দেওয়া হয়েছিল, বিধায়ক নিজে আজ সেই জায়গা পরিদর্শন করলেন।