অবতক খবর,10 জানুয়ারি: ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতার পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ চক্রের দুই দালালকে পৃথক দুটি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। এর আগেও আমরা লক্ষ্য করেছিলাম রানাঘাট জেলা পুলিশের লাগাতার অভিযানে একের পর এক দালালকে গ্রেফতার করে এবং তাদেরকে জেরা করে একের পর এক দালালের নাম সামনে আসছে।
এরপর নতুন করে গতকাল রাতে আরো দুই দালালকে গ্রেফতার করে ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। ধৃতের নাম সনাতন বিশ্বাস (ওরফে সোনাই) বয়স ৩২ বছর এবং সাবির দফাদার বয়স ৩২ বছর। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদন করে রানাঘাট আদালতে পাঠাবে ধানতলা থানার পুলিশ।