অবতক খবর,৩০ মার্চ,হিলি :: ৭১ এর বাংলাদেশ মুক্তির সময়ে হিলিতে ভারত-পাক যুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের স্মৃতিতে তৈরী শহিদবেদিতে পুষ্পাপ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে ভোট প্রচারে জনসংযোগ শুরু করলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
তিনি বলেন সেসময় এই হিলিতে বগুড়া ফ্রন্টে যুদ্ধে বাংলাদেশকে মুক্ত করতে নিহত ভারতীয় সৈন্যদের প্রতি আজ আমরা শ্রদ্ধা জানিয়ে জনসংযোগ শুরু করেছি। প্রচারে বেড়িয়ে মানুষের মধ্যে ভালই সাড়া পাচ্ছি যা দেখে অনায়াসেই বলে দেওয়া যায় মানুষ মোদীকে ৪০০ পার করে দিতে প্রস্তুত হয়েই আছে।