অবতক খবর,১৬ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:
আজ বিকালে কুসুমগ্রাম বাজারে একতা মঞ্চে
মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে
প্রায় ২০তম চিলড্রেন একাডেমির নাচ, গান , আবৃত্তি, মুখাভিনয়,, নেতাজি সুভাষ চন্দ্রের ভূমিকা ও ভারতবর্ষের সৈনিকদের, দেশ রক্ষার দায়িত্ব কর্তব্যকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরাসহ অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরার মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ২০ তম বছরের বাৎসরিক সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য রয়েল হেরিটেজ শিক্ষা বিভাগের প্রাক্তন অধ্যক্ষ P, N,গাইন, প্রাক্তন রাজ্য শিক্ষা গবেষক তপন সরকার , ও অসরকারি বিদ্যালয়ের রাজ্য শিক্ষা চেয়ারম্যান, তারাশঙ্কর মুখার্জি, নাদন ঘাট উচ্চ বিদ্যালয় সহ কুসুমগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। একাডেমির অধ্যক্ষ আমিনা বেগম জানান একটি গাছ একটি প্রাণ তাই গাছকে বাঁচিয়ে পরিবেশ রক্ষার জন্য চারা গাছে জল দিয়ে এই অনুষ্ঠান সূচনা করে, ছাত্রীদের উদ্দেশ্যে বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার একটি অঙ্গ, তাই ছাত্র-ছাত্রীরা যেভাবে মোবাইলে আসক্ত হচ্ছে, তাই তাদের মোবাইল বিমুখ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
এই অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে একাডেমির এবং অনুষ্ঠান সম্পর্কে তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন এই একাডেমিথেকে বহু ছাত্র-ছাত্রী , ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে সমাজ ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে, প্রতিষ্ঠিত হয়ে আমেরিকা, কানাডা, সহ বিভিন্ন দেশে কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত।
তাই তারা বর্তমান ছাত্র-ছাত্রীদের বার্তা দিয়ে বলেন, ভবিষ্যতে এই বিদ্যালয়ের ধারাবাহিকতা বজায় রেখে, ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার কথা জানান একাডেমির অধ্যক্ষ আমিনা বেগম ও একাডেম সাংস্কৃতিক বিভাগের শিক্ষিকা সুমি খাতুন। জাতীয় সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠানটি শেষ হয় সন্ধ্যা সাতটায় ।