খেমটেখাওয়া কালো মানুষের পক্ষে বিশ্বখ্যাত জামাইকান গায়ক হ্যারি বেলা ফন্টের দুনিয়া কাঁপানো একটি গান
ডে ও– দ্য ব্যানানা বোট সং
হ্যারি বেলা ফন্টে

ভাবানুবাদ/তমাল সাহা

ও দিন! দিন রে!
ভোরের আলো ফোটরে ফোট, আমি যে ঘরে ফিরে যাবো।

আমি দিন, দিন করে ডাকছি, ওরে দিন আয়!
ভোরের আলো আয়রে! আমি যে ঘরে ফিরে যাবো।

রাতভর কত মাল বোঝাই করলাম, খেয়েছি তো মাত্র এক চুমুক মদ
ভোর আর হয় না! কলার বোঝা ওঠাতেই থাকলাম
আমি বলছি, চলে এসো মালিক, ও আমার বস!
কাজ বুঝে নাও, বুঝে নাও আমার কলার কাঁদি বোঝাইয়ের হিসেব
আরে ভোরের আলো, আয় না! আমি যে ঘরে ফিরে যাবো।

হিসেব করো কড় গুণে গুণে
দেখো ছটা সাতটা আটটা… কাঁদির পর কাঁদি
আয়রে ভোর দ্রুত চলে আয়, আমি যে ঘরে ফিরে যাবো।

ওরে দিন, আমি বলি দিন, ওরে দিন, আয় রে!
দিনের আলো ফুটতে আর কতক্ষণ! আমি যে ঘরে ফিরে যাবো।

কী সুন্দর কাঁদি, কত সোনালী পাকা কলার কাঁদি!
ভোরের আলো ফুটুক, আমি ঘরে ফিরে যাবো।
ওই দেখো কী ভীষণ মারাত্মক কালো মাকড়সাটি!
ভোরের আলো বেরিয়ে আয়রে, বেরিয়ে আয়! আমি যে ঘরে ফিরে যাবো।

**সামান্য ফল কলার ব্যঞ্জনা কিভাবে গায়কী শৈলীতে শ্রমের প্রতীক হয়ে যায়! আর ভোরের প্রার্থনা কত মর্মস্পর্শী হয়ে ওঠে!