ভোট এসে গেছে। ওরা বন্ডে বান্ডিল বান্ডিল টাকা পেয়েছ তো কী, ওতে নজর দিলে চলে? ওরা তো বড় মানুষ! আমরা ছোট মানুষ।
লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি। দুমুঠো ভাতের জন্য মানুষ রোদ ঝড় জল উপেক্ষা করে ভোটের লাইনে দাঁড়াবে। কী মজা!!!

ভাত
তমাল সাহা

চুপড়িঝোরা গ্রাম। পাত পেড়ে, পেট পুরে ভাত, ডাল, সব্জি এবং মাছ খেল জলেশ্বরী, পান্নাবালা, বিশ্বনাথ, হাসিনা বিবি, মজিদা খাতুন এবং আরও অনেকে।
ভাত পরিবেশন করলেন অর্থমন্ত্রী। বালতি ধরলেন ত্রাণমন্ত্রী। সরকার জানালেন এর নাম সহায় কর্মসূচি প্রকল্প। স্থানীয় মানুষজন বললেন এর নাম লঙ্গরখানা প্রকল্প বললে আমাদের বুঝতে খুব সুবিধে হয়।
একটি খবরের কাগজ লিখেছে অর্থমন্ত্রী ভাত বেড়ে দিতেই অঝোর কান্না জলেশ্বরীর…
দুদিন পর আজ ভাত খেলেন বিশ্বনাথ কাহার।
তার পাতে ভাত দেবার পরেই অর্থমন্ত্রীর হাত মাথায় টেনে নিলেন মণিপদ।

উপরের অংশটি ভালো করে পড়ে নীচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
১) অর্থমন্ত্রীর নাম কি? ত্রাণমন্ত্রীর নাম কী ?
২)বালতি হাতা দেখতে কেমন?
৩)অন্য কেউ পরিবেশন না করে অর্থমন্ত্রী ও ত্রাণমন্ত্রী পরিবেশন করলেন কেন?
৪)এতে বিশেষ কী সুবিধা হল?
৫) অর্থমন্ত্রী ভাত বেড়ে দিতেই জলেশ্বরী কেঁদে ফেলল কেন?
৬) এতে অর্থমন্ত্রীর দোষ কোথায়?
৭) মানুষকে ভাত দেওয়া অন্যায় কি না যুক্তি দাও।
৮) “দুদিন পর আজ ভাত খেলেন বিশ্বনাথ কাহার।” –এই বাক্যটির মধ্যে দিয়ে কী বলতে চাওয়া হয়েছে? আগের দুদিন সে কী খেয়েছিল?
৯) অর্থমন্ত্রী যদি দুদিন আগে নিজেই মণিপদর হাত মাথায় টেনে নিতেন তবে কী হত?
১০) অর্থমন্ত্রী এত ভাত কোথায় পেলেন? এতদিন ভাত দেয়নি এখন দিচ্ছে কেন?
১১) ভাতের সঙ্গে ভোটের সম্পর্ক নির্ণয় কর।

তাৎপর্য লেখোঃ
পাতপেড়ে, পেটপুরে, লঙ্গরখানা