নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২ জানুয়ারি :: উত্তর ২৪ পরগনা :: অর্জুনের গড়ে ভাটপাড়া পৌরসভা পুনরুদ্ধার করে বিরোধীদের কফিনে পেড়েক মারলো তৃণমূল। ভাটপাড়া পৌরসভা দখল করে অর্জুনের শেষ ভরসা তে জল ঢেলে দিলো তৃণমূল।পৌরসভা জয়ের পর আনন্দ বিভোর হয়ে খোলা মেলা ভাবে তার মন্তব্য জানান বিধায়ক পার্থ ভৌমিক ও জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী ।