অবতক খবর,৯ ডিসেম্বর: ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর পার্ক লাগোয়া সত্যনারায়ণ শিশু উদ্যান থেকে রাতারাতি প্রাক্তন বিধায়কের মূর্তি উধাও হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ২০১২ সালে ঘটা করেই উদ্বোধন হয়েছিল ভাটপাড়ার তিন বারের বিধায়ক প্রয়াত সত্যনারায়ন সিংয়ের নামাঙ্কিত উদ্যান।
তিনি ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধানও ছিলেন। অভিযোগ, রাতের অন্ধকারে তাঁর আবক্ষ মূর্তি উধাও হয়ে গিয়েছে। এমনকি উদ্যানটি বন্ধ থাকায় আগাছার জঙ্গলে ছেয়ে গিয়েছে। শিশুদের খেলাধূলার সরঞ্জাম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। প্রাক্তন বিধায়কের আবক্ষ মূর্তি উধাওয়ের ঘটনায় বেজায় ক্ষুব্ধ প্রয়াত প্রাক্তন বিধায়ক সত্যনারায়ন সিংয়ের পুত্র অর্জুন সিং।
তাঁর বক্তব্য, এটা শাসকদলের বিকৃত মানসিকতার পরিচয়। মমতা ব্যানার্জির নির্দেশে ভাটপাড়া পুরসভা তাঁর পিতার মূর্তি সরিয়েছে। আগামীদিনে বাংলার মানুষ এর জবাব দেবে। যদিও এই বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ জানান বিষয়টা নিয়ে আমি কিছু জানিনা, পৌরসভায় গিয়ে খবর নেব।