অবতক খবর,১৬ অক্টোবর: ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের হাল ফেরানোর দাবিতে বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলার তরফে স্মারকলিপি প্রদান কর্মসূচি নেওয়া হয়েছিল। সোমবার বেলায় হাসপাতালের প্রধান গেটের কাছ থেকে মিছিল করে এসে বিজেপির প্রতিনিধি দল হাসপাতাল সুপার মিজানুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেয়।
উক্ত কর্মসূচিতে এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, ভাটপাড়া মন্ডল-১ ও ২ সভাপতি যথাক্রমে সমীর চক্রবর্তী ও গোপাল সাউ, ভাটপাড়া বিধানসভার কো-কনভেনার প্ৰদুত ঘোষ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।