অবতক খবর,১৫ অক্টোবর: ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী। এছাড়া হাজির ছিলেন জেলার স্বাস্থ্য দপ্তরের অধিকারিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও হাসপাতাল সুপারের সঙ্গে বৈঠক শেষে এদিন সংবাদ মাধ্যমে কিছুই জানাতে চাননি জেলাশাসক।
এমনকি ক্ষুব্ধ বাসিন্দারা জেলাশাসকের সামনে একরাশ ক্ষোভ উগরে দিলেন।।অপরদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, জেলাশাসকের কাছে হাসপাতালের দুরবস্থার কথা জানিয়েছেন। জেলাশসক হাসপাতালের হাল বদলের আশ্বাস দিয়েছেন ।