অবতক খবর,২২ সেপ্টেম্বরঃ উত্তর ২৪ পরগনার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা।

গোটা হাসপাতাল জুড়ে যত্রতত্র অপরিচ্ছন্ন অবস্থা, জমে রয়েছে ময়লা আবর্জনা। বারংবার বলার পরেও জমে থাকা আবর্জনা সাফাই হচ্ছে না। ভ্রুক্ষেপহীন – এক প্রকার দায়সারা মনোভাব স্বাস্থ্যকর্মী থেকে সাফাই কর্মীদের। এ নিয়ে বিস্তর অভিযোগ ফিমেল ওয়ার্ডের রোগীদের পরিবারের। শুধু অপরিচ্ছন্নতা-তেই থেমে নেই, চিকিৎসা পরিকাঠামোর ক্ষেত্রেও অভিযোগ করলেন রুগীর আত্মীয়রা।

এ নিয়ে আমরা কথা বলেছিলাম, হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মিজানুল ইসলামের সাথে। তিনি বলেন হাসপাতালের বর্তমানে সুইপারের সংখ্যা হাতে গোনা। পাশাপাশি সঠিক সময় বেতন না মেলায় তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। জেলা স্বাস্থ্যদপ্তরকে এই বিষয়ে জানানো হয়েছে। খুব শীঘ্রই হাসপাতালের এই অবস্থার উন্নতি হবে বলে তিনি আশাবাদী।