অবতক খবর, ১৪ জুলাই :: ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে অন্তর্কলহ। সূত্রের খবর অনুযায়ী আজ ভাটপাড়া মিউনিসিপ্যালিটি তে ভাটপাড়ার কনভেনার সোমনাথ শ্যাম, ভাটপাড়ার পৌরপ্রশাসক অরুণ ব্যানার্জি, সিআইসি হিমাংশু সরকার, সিআইসি সত্যেন্দ্র রায়, সিআইসি লালন চৌধুরী,উত্তর 24 পরগনায় তৃণমূলের যুব সহ সভাপতি গোপাল রাউত,11 নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট মুন্নু সাউ পৌরসভার একটি মিটিংয়ে অংশগ্রহণ করেন। সেখানে সাংসদ অর্জুন সিং এর চারজন কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে ভাটপাড়ার পৌর প্রশাসক অরুন ব্যানার্জির বিরুদ্ধে।

অভিযোগের সরব হন মিটিংয়ে অংশগ্রহণকারী অনান্য তৃণমূলের নেতৃবৃন্দরা। সোমনাথ শ্যাম অরুন ব্যানার্জিকে এই বিষয়ে প্রশ্ন করলে অরুণ ব্যানার্জি বলেন, ” আপনি বাইরের লোক আপনাকে উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না”। সূত্রের খবর অনুযায়ী তৃণমূল ভাটপাড়া পৌরসভা পুনর্দখল করার পরেই জেলার উচ্চ নেতৃত্ব তরফ থেকে আদেশ দেওয়া হয়েছিল অর্জুন সিং অনুগামী কোন কন্ট্রাক্টার ভাটপাড়া মিউনিসিপালিটি তে যেন কাজ না পান ।

অপরদিকে বিভিন্ন অভিযোগ পৌর প্রশাসক এর দিকে ছুঁড়ে দেওয়া হয়। অভিযোগ করা হয় যারা বিজেপি করত তাদেরকে পুনরায় পৌর প্রশাসক কাজে বহাল করেছেন এবং তৃণমূল অনুগামী অনেক কন্ট্রাক্টরকে কাজ দেওয়া হয়নি। এবং আরও বলা হয় তিনি যদি পৌর প্রশাসকের দায়িত্ব সামলাতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দিক।

চরম অপমানিত হয়ে পৌর প্রশাসক মিটিং ছেড়ে বেরিয়ে যান। এখন দেখার বিষয় ভাটপাড়া মিউনিসিপ্যালিটি কি হালিশহর মিউনিসিপ্যালিটি দেখানো পথেই অনুসরণ করতে চলেছে ? হালিশহরের পৌর প্রশাসক কে একই ভাবে কাজ ও কন্ট্রাক্টরি নিয়ে অপমানিত করা হয় ও তিনিও মিটিং ছেড়ে বেরিয়ে গেছিলেন। তিনি পরে প্রশাসকের পদ থেকে পদত্যাগ করে দেন। এখন প্রশ্ন তাহলে কি ভাটপাড়ার পৌর প্রশাসক ইস্তফা দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

যদিও তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত ভাটপাড়ার অবজারভার সুবোধ অধিকারী আগেই বলে দিয়েছিলেন ভাটপাড়ায় যেন কোন গোষ্ঠীদ্বন্দ্ব না হয়।তবে আজকে যে ঘটনা ঘটে গেলো এতে দলের ভেতর কলহ অনেকটাই বেরিয়ে এসেছে। তাই প্রশ্ন এবার সুবোধবাবু কি হালিশহরের পথে হাঁটবেন নাকি অন্য্ পথ নেবেনা এটাই এখন দেখার।