অবতক খবর,১৪ মে: সারা দেশ জুড়ে লোকসভার নির্বাচন চলছে।পঞ্চম দফা নির্বাচনী প্রচারে গত ১২ ই মে জগদ্দল বিধানসভা কেন্দ্রের জিলেপি মাঠে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে আসার পর ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পবন সিং এর পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উল্টো করে প্রধানমন্ত্রীর হাতে দেওয়া কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে উঠেছে।

গতকাল পলতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে উল্টোকরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি তুলে দেওয়া কে বিজেপিকে এই রাজ্যের সাংস্কৃতিক কালচার সম্বন্ধে না জানার কটাক্ষ করতে ছাড়লেন না।আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টাও অভিযোগ ওঠার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তার আচ পরল ছাত্র-ছাত্রীদের মধ্যে। মঙ্গলবার দুপুরে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের প্রতিকৃতি হাতে নিয়ে এই বিষয়ে সরভ হতে দেখা গেল।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলেজ ছাত্র ছাত্রীর জানান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর এই অপমান তারা কিছুতেই মেনে নেবেন না।