Aabtak Khabar,3 June: ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আমতলা কলোনী এলাকার এক বাড়িতে আজ আচমকা দুষ্কৃতী হামলা চালানোর ঘটনা ঘটলো। দিনের আলোতেই ভেঙ্গে দেওয়া হলো বাড়ির একাধিক টালি, দরজা। বেধড়ক মারধর করা হলো গণেশ চৌধুরী ও তার পরিবারের সদস্যদের।
জানা গিয়েছে আমতলা এলাকায় গণেশ চৌধুরী ও তার পরিবার বিগত পঞ্চাশ ষাট বছর ধরে ওই এলাকায় ভগন পন্ডিত নামে একজনের বাড়িতে ভাড়া থাকেন।বিগত বেশ কয়েক মাস আগে রুস্তম গুমটি এলাকার এক বাসিন্দা আচমকা জানান জায়গাটি তারা কিনে নিয়েছে। তারপর থেকেই লাগাতার গণেশ চৌধুরী ও তার পরিবারের উপর চাপ দিতে থাকে এলাকার দুষ্কৃতীরা।
আজ আচমকা ওই বাড়িতে ভাঙচুর চালানো হলে ঘটনাস্থলে পৌঁছয় জগদল থানার পুলিশ। গোটা বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডে বলেন, দুষ্কৃতীরা কারুর হয় না। যদি এই ঘটনা ঘটে থাকে দল অবশ্যই ব্যবস্থা নেবে।তৃণমূলের এর সাথে কারোর সম্পর্ক নেই।