অবতক খবর,২৯ আগস্টঃ সোমবার বিকেলে ফের গুলি চালানোর ঘটনা ঘটেছে ভাটপাড়ায়। গুলিবিদ্ধ যুবক বিকাশকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, ভাটপাড়ার জুটমিল লাইনের বাসিন্দা আক্রান্ত যুবক কাঁকিনাড়া জুটমিলের শ্রমিক।
গুলি চালানোর ঘটনায় অভয় সিং ওরফে গুল্লিকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে পাঠায় ভাটপাড়া থানার পুলিশ। কি কারণে গুলি চালানোর ঘটনা ঘটলো কে বা কারা যুক্ত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।