অবতক খবর,২৬ জানুয়ারি: আজ প্রজাতন্ত্র দিবস।দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দেশজুড়ে মহাধুমধাম করে দিনটি পালন করছে দেশবাসী। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজ্যের বিভিন্ন প্রান্তেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের জাতীয় পতাকা তুলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

আজ ভাটপাড়ার কালীমন্দির এলাকায় দেশের জাতীয় পতাকা তুললেন রাজ্য বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র। তিনি বলেন,আজকের দিনেই দেশের সংবিধান লাগু করা হয়েছিল। দেশের গণতন্ত্র রক্ষায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা অনস্বীকার্য। কিছু আইন সংশোধন করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন।