অবতক খবর,১১ সেপ্টেম্বরঃ সোমবার সকালে ভাটপাড়া এক নম্বর গলি এলাকায় নিজেরই ঘরের মধ্যে বছর 30 এর জামিল আখতার গলায় ফাঁস লাগানো অবস্থায় চেয়ারে বসা ছিল এবং তার হাত এবং পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল এবং ঘরের দরজা খোলা অবস্থায় ছিল। সে কারণেই পরিবারের লোকের অভিযোগ তাকে কেউ খুন করে দিয়েছে। কিন্তু কে বা কারা তাকে কি কারণে খুন করলো তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।