অবতক খবর,২৬ জানুয়ারি: উদীয়মান নৃত্য শিল্পীর মর্মান্তিক পরিণতি। মৃত শিল্পী ২২ বছরের সজল বারুইয়ের বাড়ি নদীয়ার কল্যাণীতে। উৎসব আয়োজকদের দাবি, মঞ্চ থেকে নামার সময় নিচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। অপরদিকে মৃতের সহ-শিল্পীরা দাবি করছেন, বৈদ্যুতিক শক খেয়েই ওঁর মৃত্যু হয়েছে। তবে ঠিক কি কারনে শিল্পীর মৃত্যু হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই তাঁর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। যদিও এই ঘটনা নিয়ে শুক্রবার ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন, মর্মান্তিক ঘটনা।
পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। তবে মৃত শিল্পীর পরিবারের পাশে তিনি আছেন। দু’একদিনের মধ্যেই কল্যাণীতে গিয়ে মৃত শিল্পীর পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। প্রসঙ্গত, নৃত্যশিল্পী সজল বারুইয়ের মৃত্যুর কারনে উৎসবও বন্ধ করে দেওয়া হয়েছে।সকাল থেকেই ভাটপাড়া উৎসব চত্বর শুনশান অবস্থায় রয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। আজ তিনি বলেন, আমরা মেলা, খেলা করছি।কি এতে মানুষের জীবন কিভাবে সুরক্ষিত থাকবে, সেই বিষয়ে আমরা দেখছি না। তবে উৎসব কমিটির চরম গাফিলতির জন্যই একটা তরতাজা প্রান চলে গেলো।যারা মেলা, খেলা উৎসব করছে তারা কেন মানুষের জীবন এর গুরুত্ব সুনিশ্চিত করতে পারলো না সে বিষয়ে তদন্ত করা উচিত।বিদ্যুৎপৃষ্ট হয়েই নৃত্যশিল্পী যে মৃত্যু হয়েছে তা আড়াল করার জন্যই নানা তথ্য সামনে তুলে আনছে উৎসব কমিটি।