অবতক খবর,১৩ এপ্রিল: দলীয় প্রার্থীর সমর্থনে পতাকা ব্যানার লাগানোয় শুক্রবার বিজেপি কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ উঠল ভাটপাড়ায়। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। ভাটপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রিলায়েন্স জুটমিলের চার নম্বর লাইনের ঘটনা।
আক্রান্ত বিজেপি কর্মী পেশায় জুটমিল শ্রমিক সুরেশ দাসকে (৪২) ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণীর এইমসে স্থানান্তরিত করা হয়েছে। মারধোরের ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, তৃণমূল ভাটপাড়ায় মারধোরের খেলা শুরু করেছে।
পুলিশকে বলবো এই খেলা বন্ধ করতে। তাঁর দাবি, কিছু লুম্পেনদের কাজে লাগিয়ে তৃণমূল ভাবছে ভাটপাড়ায় ভোট জিতে নেবে। সেটা কখনই হবে না। তাঁর হুঁশিয়ারি, একদিনের মধ্যে লুম্পেনদের বাংলা ছাড়া করে দেওয়া হবে।