অবতক খবর,১১ ডিসেম্বর: গত ১৩ ই নভেম্বর ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক সাউ খুন হন দুষ্কৃতীদের গুলিতে ।
সেই খুনের ঘটনায় জগদ্দল থানার পুলিশ তদন্তে নেমে, বেলঘড়িয়ার প্রবর্তক জুট মিলের শ্রমিক কোয়াটারের ভেতর থেকে গ্রেফতার করে অশোক সাউ খুনের মূল অভিযুক্ত সানোয়ার আলী ওরফে রাহুল ওরফে জাসুসকে জগদ্দল থানার পুলিশ । আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হলো ।