অবতক খবর,১৪ মেঃ শীতেশনগর গ্রামে গতকাল পাখি খাতুন নামে ৯ বছরের শিশু কন্যা দুপুর ১ টা নাগাদ ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় নদীর জলে। জানা যায় পাখি খাতুন বাসুদেবপুর এলাকার থানা সামশেরগঞ্জ, ওই শিশু কন্যার বাড়ি সে লালগোলা সীতেশনগরে নানার বাড়িতে বেড়াতে আসে দুপুরে নদীতে স্নান করতে আসে এবং গঙ্গা নদীর জলে নামার পর তলিয়ে যায় সাথে সাথে ঐ এলাকার জেলাপরিষদ মেম্বার হজরত আলী স্থানীয় থানায় ফোন করে জানান সাথে সাথে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছান এবং লালবাগ সিভিল ডিফেন্স qrt কর্মীরা এসে তল্লাশি শুরু করে এবং আজ সকাল থেকে আবারো তল্লাশীর কাজ শুরু করে লালবাগ সিভিল ডিফেন্স QRT টিম জলে নেমে তল্লাশি চালাতেই তার কিছুক্ষণ পরে ভেসে ওঠে।
ABTAK EXCLUSIVE