অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদজেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল অন্য রাজ্য থেকে আসা শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। খাদ্য সংকটের কারণে ভাকুড়ি রেল কলোনি বৃহন্নলা এসে সভাধিপতি কে বলেন ট্রেন বাস বন্ধ থাকায় তাদের রুটি রোজগার বন্ধ হয়ে গেছে ।খাবারের সংকট দেখা দিয়েছে ।
এরপর সভাধিপতি নিজে ও তার লোকজন দের দিয়ে প্রায় ৫০জন বৃহন্নলার হাতে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী তুলে দিলেন। এই খাদ্য সামগ্রী পেয়ে ধন্যবাদ জানালেন সভাধিপতি জেলা পরিষদ মোশারফ হোসেন ও বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদকে।