অবতক খবর,২৮ জানুয়ারি, মালদা- ভাইয়ের সঙ্গে বিবাদের জেরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা অষ্টম শ্রেণিতে পাঠরত দিদির। আশঙ্কাজনক অবস্থায় দিদিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত দিদির নাম প্রিয়াঙ্কা মোদি(১৪)। ভাই বছর নয়েকের শুভঙ্কর চতুর্থ শ্রেণির ছাত্র। ইটাহার থানার বালাডাঙ্গায় বাড়ি তাদের। শুক্রবার রাতের দিকে ভাইবোনের মধ্যে গন্ডগোল বাধে।
দিদির পড়ার বই পাশের পুকুরে নিয়ে গিয়ে ফেলে দেয় ভাই। ভাইয়ের ওপর অভিমানে জমিতে দেওয়ার কীটনাশক পান করে দিদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হলে এদিন রাত ৯টা নাগাদ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।