অবতক খবর,২০ ডিসেম্বর: সামসেরগঞ্জের রতনপুরে ভর সন্ধ্যায় এক বেসরকারি স্কুলের এক শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। হাসুয়ার কোপে গুরুতর জখম অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার রতনপুর এলাকায়। জখম ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। কে বা কারা ওই ব্যক্তিকে আকস্মিক আক্রমন করেছে তা এখনোও স্পস্ট নয়। পরিবারের লোকজনের অভিযোগ, বাড়ি থেকে বেরিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন শফিকুল ইসলাম নামে ওই শিক্ষক। তখনই কার্যত দুষ্কৃতীরা আকস্মিক হামলা করে তার উপর। ঘটনাস্থলেই কার্যত রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি।

বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। যদিও পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজের রেফার করা হয়েছে। সন্ধ্যা নাগাদ শিক্ষকের উপর দুষ্কৃতীদের আক্রমনের ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পুরো ঘটনার তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ।