অবতক খবর,৭ ফেব্রুয়ারী : ভর দুপুরে ফাকা বাড়িতে ভয়াবহ আগুন। ভষ্মীভূত ঘরের আসবাবপত্র সহ আলমারি পাখা ঘরের ছাউনি। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভর দুপুরে নববারাকপুর পুরসভার ১৮ নং ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া তালপুকুর রোডে ফাকা বাড়িতে শুক্রবার দুপুরে এক টালি বেড়ার ঘরে আচমকাই ভয়াবহ আগুন লাগে। ঘরে কেউ ছিল না।

সকলেই কাজে ছিলেন। পাশে বাথরুমে শ্বাশুড়ী গিয়ে ছিলেন। তারপর পড়শিরা এসে দেখেন ঘর থেকে আগুন। ঘরে সুইচ বোর্ডে মোবাইল চার্জ দেওয়া ছিল। সর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান দমকল আধিকারিক থেকে স্থানীয় ওয়ার্ডের সভাপতির।

তবে কোন হতাহত হয় নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রতিবেশীরা বালতি বালতি জল দিয়ে আগুন নেভানোর কাজে এগিয়ে আসে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বিরাটী নিমতা দমকল কর্মীরা। হোর্স পাইপ দিয়ে জল নেভানোর কাজে নামে দমকল কর্মীরা। এক ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকল কর্মীরা।