অবতক খবর,৬ মার্চ: ভরদুপুরে রানীনগরে খুন হলেন এক মহিলা। বুধবার ঘটনাটি ঘটেছে রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায়। শিক্ষকের আক্রমনে খুন হলেন ওই মহিলা। ওই ঘটনায় জখম আরো তিনজন। স্থানীয় সূত্রে জানা যায়, মালিপাড়া গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক নূর সেলিম প্রতিবেশী আরেক স্কুল শিক্ষকের বাড়িতে ঢুকে হাঁসুয়া নিয়ে হঠাৎই এলোপাথাড়ি আক্রমন করে। ওই ঘটনায় এক মহিলা ঘটনাস্থলেই মারা যায়।
পাশাপাশি ওই বাড়ির কাজের মহিলা সহ আরো দুজন গুরুতরভাবে জখম হয়। ঘটনার পর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিম ঘটনাস্থল থেকে হাঁসুয়া নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবেশীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি গোপনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে রিজিয়া বিবিকে (৩৪) মৃত বলে ঘোষণা দেন চিকিৎসক। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ প্রশাসন। ঠিক কী কারনে এই হামলা তা এখন স্পষ্ট জানা যায়নি। ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিম । অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।