অবতক খবর,১২ ফেব্রুয়ারী :  ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিবদাসপুর থানার অন্তর্গত বড়া টালিখোলা অঞ্চলের পান্না সরকার ও শুভ্রা সরকার দম্পতির বাড়িতে।
ওই বাড়িতেই স্ত্রী ও পুত্রকে নিয়ে থাকতেন স্বর্ণ ব্যবসায়ী পান্না সরকার। প্রতিদিনের মতো বুধবার পান্না বাবু নৈহাটিতে তার নিজের দোকানে বেরিয়ে গিয়েছিলেন । পান্না বাবুর স্ত্রী, তার শিশু পুত্রকে স্কুল থেকে ফিরে এসে বাড়িতে ঢুকতেই চক্ষু চারকগাছ। পান্নবাবুর স্ত্রী দেখেন বাড়ির মেনগেটের তালা ভাঙ্গা অবস্থায় খোলা রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তালাগুলি ।

ঐ অবস্থায় ঘরে ঢুকতেই এক অচেনা ব্যক্তি লন্ডভন্ড করেছে তার ঘর। চিৎকার করতেই ঘরের সরঞ্জাম নিয়ে পালিয়ে যায় অচেনা ব্যক্তিটি। পান্না বাবুর স্ত্রীর চিৎকারে পালিয়ে যাওয়া অচেনা ব্যক্তিটির আর পালানো হলো না। যদিও অচেনা ব্যক্তিটি ছুড়ি দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে সেই যুবককে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে নিয়ে যায় শিবদাসপুর থানার পুলিশ। ভর দুপুরের জনবহুল রাস্তায় এই ধরনের ঘটনায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।