অবতক খবর,১১ মে: গ্রামের তিন মেয়ের এমন উচ্চ মাধ্যমিকের ফলাফলে খুশি গোটা গ্রামবাসী ভরতপুর দুই (সালার) ব্লক ভিত্তিক প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে কাগ্রাম এ.এন. এম উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীরা।

বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এ বছর পরীক্ষা শুরু হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। অর্থাৎ পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ঘোষণা করা হল ফলাফল। ৬০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। যার মধ্যে ১৫টি ভাষার পরীক্ষা। চলতি বছরে মোট পরীক্ষার্থী ছিল ৭,৬৪,৪৪৮ জন। তার মধ্যে ‘রেগুলার ভিত্তিতে’ মোট পরীক্ষার্থী ছিল ৭,৫৫,৩২৪ জন। উত্তীর্ণ হয়েছেন ৬,৭৯,৭৮৪। পাশের হার ৯০ শতাংশ।মুর্শিদাবাদ জেলার পাসের হার ছিল 89.7 শতাংশ। মুর্শিদাবাদ জেলার পাশাপাশি ভরতপুর দুই (সালার) ব্লক ভিত্তিক প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে কাগ্রাম এ.এন. এম উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী। প্রথম স্থান অধিকারী হল সায়ানী ব্যানার্জী তাঁর প্রাপ্ত নম্বর 464, দ্বিতীয় হয়েছে রনক জাহান তাঁর প্রাপ্ত নম্বর 460, ও তৃতীয় হয়েছে নবনীতা মন্ডল তাঁর প্রাপ্ত নম্বর 458,গ্রামের তিন মেয়ের এমন ফলাফল খুশি গোটা গ্রামবাসী। ফলাফল জানতে পারার পর উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা কি বলছেন শুনে নেওয়া যাক