অবতক খবর,২৯ ফেব্রুয়ারি: মুর্শিদাবাদ জেলার ভরতপুর ডাঙ্গাপাড়ায় আজ আয়রণ ও আর্সেনিকমুক্ত একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বহরমপুর সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন দুপুরে তিনি ভরতপুর ১ ব্লকের ডাঙাপাড়া এলাকায় ১০ লক্ষ ৮৫ হাজার মূল্যের ওই প্রকল্পের উদ্বোধন করেন।
সাংসদ বলেন, মুর্শিদাবাদে আর্সেনিক ভয়াবহ আকার ধারণ করেছে। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এলাকার মানুষ আর্সেনিকের কবল থেকে রেহাই পান। সৌরবিদ্যুত পরিচালিত এই জল প্রকল্প বিভিন্ন এলাকায় হয়েছে। আজ থেকে এখানকার বাসিন্দারাও আর্সেনিকমুক্ত পানীয় জল ব্যবহার করতে পারবেন।
এদিকে ওই ব্লকেব একমাত্র কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ছিল ভরতপুর পঞ্চায়েত। অধীর বাবুর এলাকা উন্নয়ন তহবিল থেকে জল প্রকল্পটি ওই সেখানেই হয়েছে। কিন্তু সম্প্রতি ওই পঞ্চায়েতের কংগ্রেস পঞ্চায়েত প্রধান সহ তিন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। এর ফলে পঞ্চায়েতের নিয়ন্ত্রন হারিয়েছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রনে এসেছে পঞ্চায়েত। যদিও দলবদলের এই প্রশ্নের উত্তরে অধীর বাবু কিছু জানাতে চাননি। এক্ষেত্রে তিনি বলেন, দল ছেড়েছে কিছুই হবে না।