ভরতপুরে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ ও বিস্ফোরণ তৈরীর বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করার পাশাপাশি একজনকে গ্রেফতার করল ভরতপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম কালাম শেখ তার বাড়ি ভরতপুর থানার সুনিয়া গ্রামে।

গতকাল রাত্রে ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িটিতে তল্লাশি চালায় এবং সেখান থেকে বোম তথা বিস্ফোরণ তৈরির এই সমস্ত সামগ্রী ও আগ্নেয় অস্ত্র উদ্ধার করে ধৃতকে 10 দিনের পুলিশ রিমান্ডে আজ কান্দি মহকুম আদালতে ভরতপুর থানার পাঠায় পুলিশ।

এই ঘটনার সাথে আন্ত রার্জ্য কোন যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং এই ঘটনায় আরো কারা কারা জড়িত আছে তাও ক্ষতিয়ে দেখতে দেখছে পুলিশ।