অবতক খবর,৯ মার্চ: হাত বদলের আগেই মুর্শিদাবাদ জেলার ভরতপুরে এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয় অস্ত্র সহ দুটি কার্তুজ ও এক ব্যক্তিকে গ্রেফতার করল ভরতপুর থানার পুলিশ জানিয়েছে ধৃতের নাম বাসারুল শেখ বয়স ২৭ বছর তার বাড়ি ভরতপুর থানা বিন্দারপুর এলাকায় এ দিন স্থানীয় ননী ব্রিজে তাকে রাতের অন্ধকারে গ্রেফতার করে ভরতপুর থানার পুলিশ পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল সে আগ্নেয় অস্ত্র হাত বদল করবে টাকার বিনিময়ে সেই খবর পাওয়ার পরেই পুলিশ তাকে তল্লাশি চালায় পরে এসে জেরায় নিজেই স্বীকার করেন টাকার বিনিময়ে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল যে আগ্নেয়স্থলের কোন বৈধ লাইসেন্স নেই আজ ধৃতকে কান্দি মহকুমা আদালতে পাঠানো হবে।