অবতক খবর,২ এপ্রিল : ফের ভয়াবহ পথ দুর্ঘটনা,গুরুতর আহত তিন,ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এশিয়ান হাইওয়ে ৩১D জাতীয় সড়ক
বেলাকোবা অঞ্চলের দশ দরগার ক্রসিংয়ে সড়ক দুর্ঘটনার মিছিল লেগেই আছে। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নেই কোন পদক্ষেপ বলে অভিযোগ এলাকাবাসীদের।
আজ রাত্র আবারো দশ দরগার ক্রসিং এ দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিন জন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসীরা, তড়িঘড়ি আহত তিনজনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন।
এরপর ঘটনার ফলে জমায়েত হয় এলাকাবাসী ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। যার ফলে জাতীয় সড়কে লম্বা লাইন পড়ে যায়।
ঘটনার পরেই জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর পুলিশ জাতীয় সড়কে, সড়ক যানজট মুক্ত করে।
জাতীয় সড়ক ট্রাফিক ওসি জয় সরকার বলেন একটি মোটর সাইকেল বেলাকোবা থেকে দশ দরগা ক্রসিং হয়ে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল অপর একটি মোটর সাইকেল জলপাইগুড়ি থেকে দশ দরগা দিকে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয়েছে।