অবতক খবর,১৬ ফেব্রুয়ারী,মালদা:- ভয়াবহ অবস্থা মালদার আইহো ব্রিজের। ব্রিজের নিচ থেকে ভেঙে পড়ছে কংক্রিটের চাঙড়। বেরিয়ে এসেছে রড। সেই অবস্থাতেই পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এমনই ছবি ধরা পরল মালদা নালাগোলা রাজ্য সড়কের আইহো ব্রিজে।

এলাকাবাসীর অভিযোগ যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আইহো ব্রিজে , রক্ষণাবেক্ষণের অভাবেই এই অবস্থায় পড়ে রয়েছে আইহো ব্রিজের। এলাকাবাসী জানতে পেরে হবিবপুর থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়।সেই খবর পেয়ে ব্রিজের কাছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে।