অবতক খবর,১৬ ফেব্রুয়ারী :  ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল কাঠ মিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনা টিপু সুলতান মোড় সংলগ্ন এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত কাঠ মিল মালিকের নাম হাসানুর জ্জামান শেখ।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন রাতে হঠাৎ করে কাঠ মিলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা, আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগাই। কিন্তু আগুনের গতি বেড়েই যাই।

ঘটনার খবর দেওয়া হয় হরিহরপাড়া থানার পুলিশকে। পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ও দুটি দমকলের ইঞ্জিন, স্থানীয় ও দমকল কর্মীদের চেষ্টায় প্রায় চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে পুড়ে ছাই হয়ে যাই পুরো কাঠমিল ।

ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানান কাঠ মিল মালিক। ঘটনার পুরো তদন্ত শুরু করেছে হরিহারপাড়া থানা পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্বরুপপুর পঞ্চায়েত প্রধানের স্বামী শাহানুরজ্জামান শেখ, স্বরুপপুর পঞ্চায়েতের উপপ্রধান আজাবুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী রাজিবুল ইসলাম সহ জনপ্রতিনিধিরা।