অবতক খবর,৩১ ডিসেম্বর: গ্রামেই চলে চোলাই মদের কারবার, সেখান থেকেই মদ কিনে বাড়িতে মেসোমশাই কে নিয়ে মদ আর মাংসের ফিষ্টির মাঝেই ঘটে গেল এমন মর্মান্তিক পরিণতি। ঘটনায় খুনের অভিযোগ তুলছেন মৃত ব্যক্তির পরিবার ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার গৌরী নগর গ্রামের পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম দেবব্রত ঘোষ বয়স বয়স ৪২ বাড়ি গৌরনগর গ্রামে।

মৃতের স্ত্রীর অভিযোগ -, গতকাল রাত্রে তার স্বামীকে ফিষ্টির নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ভগ্নিপতি ছেলে ভাইপো, পরে ভগ্নিপতির বাড়িতেই শুরু হয় খাওয়া-দাওয়া সেখান থেকেই পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করে শত্রুতা থাকায় সেখানেই দেবব্রত ঘোষ নামে এই ব্যক্তিকে খুন করে বলে অভিযোগ মৃতের পরিবারের ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাইপো পলাতক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গৌরিনগর গ্রামে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।