অবতক খবর,৯ ফেব্রুয়ারি: ভগবানগোলা থানার পুলিশ গতকাল রাত্রি সাড়ে এগারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ভগবানগোলা থানার রাম চাঁদমতি মোর আমবাগানে অভিযান চালিয়ে, কাশিয়াডাঙ্গার নতুন পাড়ার হযরত খান পিতা নওশাদ খান এবং কাবিল শেখ তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩ রাউন্ড 303 গুলি উদ্ধার করে। এই আগ্নেয়াস্ত্র কোন রকম বৈধ নথি তারা দেখাতে ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে এইগুলো তারা হাত বদল করার জন্য এখানে জড়ো হয়েছিলেন।

এ বিষয়ে ভগবানগোলা পিএস মামলা নম্বর ৬৩/২৪tarikh-৯.০২.২০২৪ U/S ২৫(১)(a)/২৭ অস্ত্র আইন শুরু হয়েছে। আজ আসামিদের লালবাগ এসি জেএম আদালতে রিমান্ডে চেয়ে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।