আরে সিধো কানু আবার শুরু কইরতে হবেক লড়াই। জল জমি জঙ্গল উরা আবার ছিনাই লিবে তুদের থিকে! তুরা জলদি আয়!৩০ জুন আইসে গেছ্যে! তুরা আয়! জলদি,জলদি আয়!

ভগনাডিহি মাঠ
তমাল সাহা

আরে! ভগনাডিহি মাঠ তুদের মুনে লাই!
কোত্ত সব মনিষ! মাইনষের মতো মানুষ!
মুনে লাই!

তুদের হাতে কি ছিল?
তীর ধনুক টাঙ্গি বল্লম।

আর দড়াম্ দড়াম্! কী বাইজছিল রে?
ধামসা মাদল জয়ঢাক।

কি হুইছিল্য সেদিন?
বাবুরা বলে, বিদ্রোহ আর মুরা বলি, হুল।
বাবুরা বলে, স্লোগান আর মুরা বলি, ডাক।

কী ছিল সেই ডাক?
বাবুরা বলে বহিরাগত। মুরা বলি দিকু।
মুরা তো সেই কবেই বুইলছিলম, দিকু হাটাও, দেশ বাঁচাও! জঙ্গলমহল বাঁচাও!
এখন বাবু বিপ্লবীরা খুব ফটর ফটর কইরছে।

বাবুরা বুলে, লং মার্চ। মুদের আগে কেউ লং মার্চ কইরছেক?
আর মাও সে তুং-এর অনেক বছ্যোর আগেই মুরা লং মার্চের জন্ম দিছি।

তুর মুনে লাই? ভগনাডিহি থিক্যে কইলকাত্তা– সে কি মিছিল বাপ রে বাপ!
পায়ে হাঁট্যেও মুরা সাড়া জাগাইন দিছি।

আর মুদের সঙ্গে কত্তো মানুষ ছিল রে? তিরিশ হাজার।
কারা ছিল? তুর মুনে পড়ে?
মুন্ডা, মাহালি, খেড়িয়া,কড়া, কুর্মি, কামার, কুমার, তাঁতি– আরও কোত্ত সব জনজাতি!

মুদের সঙ্গে কি ছিল রে?
মুদের সঙ্গে ছিল কত্তোসব রণসজ্জা।
তীর ধনুক, টাঙ্গি, বল্লম
আর কি রণ বাজনা বাজাইনছিলাম মুরা?
ধামসা, মাদল, তাসা।

মুদের লিডর ছিল কে? এও বুইলতে হবেক?
সিধু, কানহু, চাঁদ, ভৈঁরো আর খেরওয়াল বীরহড়র ভাইরা।

সঙ্গে আর কি ছিল রে?
মুদের হাতে ঝুইলছিল মহেশ দারোগার কাটা মুন্ড। মুরা সতেরোজন দিকুকে যমের দুয়ারে পাঠাইলম।

তুদের মুনে পড়ে? ভগনাডিহি মাঠে মুরা ঐতিহাসিক জমায়েত কইরেছিলম।

তুদের দিনটো মুনে লাই?
তিরিশ জুন, আঠারশো পঞ্চান্ন।

সেবার মুরা কি শপথ লিলম?
হুল মহাজিতগা! হুল দীর্ঘজীবী হোক!