অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়া :     বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুড়িয়ার কংসাবতী স্পিনিং মিলে বেতন বৃদ্ধির দাবিতে টানা চার দিন শ্রমিক বিক্ষোভ করার পর গতকাল ত্রিপাক্ষিক বৈঠক হয়। ত্রিপাক্ষিক বৈঠকে আশানুরুপ ফল না মেলায় আজ আবার ও শ্রমিকরা অবস্থান বিক্ষোভ শুরু করেন।

কারখানার এক শ্রমিক জানায়,আজ পঞ্চম দিনের অনশনে বিশেষ কিছু বলবো না।আমরা প্রথমেই কারখানা চালু রেখে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি সকলে। আমাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে এবং এমডি সাহেব আমাদের দাবি মানবে না।যতদিন না আমাদের দাবি মানছে আমরা লাগাতার অন্দোলন চলবে।