অবতক খবর :: উত্তর দিনাজপুর :: লকডাউনের কারণে রক্তদান শিবির একপ্রকার বন্ধ হয়ে গিয়েছিলো। ফলে জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব দেখা দিয়েছে। মমূর্ষ রোগীদের রক্তের জন্য ডোনার এনে রক্ত দিতে হয়।
এবারে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লড ব্যাঙ্কে রক্তের অভাব মেটাতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। শনিবার কালিয়াগঞ্জ ব্লক সংগঠনের উদ্যোগে ডালিমগা হাই স্কুলে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।
এদিনের রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল,কালিয়াগঞ্জের বিধায়ক তপণ দেবসিংহ, পুরসভার পুরপ্রশাসক কার্তিক পাল,পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ব্লক সভাপতি এজামূল হক সহ তৃণমূল শিক্ষক সমিতির সদস্যরা। এদিন প্রায় ৫০ জন শিক্ষক স্বেচ্ছায় রক্ত দান শিবিরে রক্ত দান করেন রক্তের অভাব মেটাতে।