অবতক খবর,৪ ফেব্রুয়ারী : ব্রেক ফেল করে বিদ্যাসাগর সেতুর উপরেই পরপর গাড়িতে ধাক্কা প্রাইভেট বাসের।ধুলাগড় নিউটন রুটের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি এবং তারপরেই আরেকটি ছোট হাতি গাড়ির পেছনে। নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় ব্রিজের উপরেই উল্টে যায় ছোট হাতি, বাসের একাধিক যাত্রীসহ প্রাইভেট গাড়িরও বেশ কয়েকজন যাত্রী দুর্ঘটনায় গুরুতর জখম।