ধর্ম বনাম বিজ্ঞানের লড়াই। বিজ্ঞান যোদ্ধা সত্যের পূজারী জিওদার্নো ব্রুনো জীবন দিয়ে বেঁচে রইলো,১৭ ফেব্রুয়ারি। বিজ্ঞানের জয় ঘোষিত হলো।

ব্রুনোর আলো ও উত্তাপ
তমাল সাহা

ধর্মধ্বজা পত পত ওড়ে।
কে ঐখানে
কারা ভিড় করে
রোমের চৌরাস্তার মোড়ে?
ব্রুনো নয়, শাশ্বত সত্য পোড়ে।

ধর্মষণ্ডেরা গুঁতোতেই জানে
ওরা কি বোঝে বিজ্ঞানের মানে?
সভ্যতার প্রগতি স্তব্ধ হয় ধর্মীয় শাসনে
ব্রুনো নেমে পড়ে লড়াইয়ের ময়দানে।

ধর্ম বনাম বিজ্ঞান
লড়াই বড় কঠিন, কে হবে জয়ী?
ব্রুনো জানে অবধারিত মৃত্যু,
তবু সে দৃঢ় প্রত্যয়ী।

ব্রুনো বলে, পৃথিবী চ্যাপ্টা নয়, গোলাকার সূর্যের চতুর্দিকেই ঘোরে।
পৃথিবী ঘুরলে ধর্মপেশারুর মাথা ঘোরে
পোপের কামাইবাজিতে পড়ে টান
ওরা ধর্মের মাফিয়া- শয়তান।

ধর্ম নয়,পোপ নয়, এরা ধান্দাবাজ।
সূর্য নক্ষত্র বিশাল,দেয় তাপ ও আলো
পৃথিবীকে চিরকাল বাসিয়াছে ভালো।

ব্রুনো! ব্রুনো! জিওদার্নো ব্রুনো!
ব্রুনোরা মরেনা কক্ষনো
বিজ্ঞানের পরাজয় নেই, জেনো।