অবতক খবর,২০ সেপ্টেম্বর,দাঁইহাট‌: পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাজিপাড় রেল ব্রিজের রাস্তায় জল জমে থাকার জন্যে সমস্যার মধ্যে পড়েছে কাজিপাড় এলাকায় মানুষেরা। রেল ব্রিজের রাস্তায় জল জমে থাকার জন্যে জমিতে চাষ ও কাজকর্ম করতে যেতে গেলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কাজিপাড় এলাকার মানুষদেরকে। আজ জলের সামনেই বিক্ষোভ দেখায় কাজিপাড়া এলাকার মানুষেরা। কাজিপাড় এলাকার মানুষেরা জানান রেল তাদের সঙ্গে পরামর্শ না করে রাস্তাটি তৈরি করে। এই রাস্তা তৈরি হওয়ার পর থেকেই জলে জমে থাকছে রাস্তায়। জল জমে থাকার জন্যে সমস্যায় পড়তে হচ্ছে আমাদেরকে। রাস্তাটি নতুন করে মেরামত করা হলে এলাকার মানুষদের যাতায়াত করতে সুবিধা হবে সেই দাবি করেছেন কাজিপাড় এলাকার মানুষেরা।