Aabtak Khabar,30 MAY,মালদা:- গোপন সূত্রে খবরে ব্রাউন সুগার সহ গোলাপগঞ্জ ফাড়ির পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। জানাজায়, গতকাল রাত্রে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির বাবুরবোনা এলাকা থেকে রুবেল হক নামে এক যুবককে গ্রেপ্তার করে।

তার কাছ থেকে ৫১৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। তার বাড়ি কালিয়াচকের চরিঅনন্তপুরের সুবেদারটোলা এলাকায়। কোথায় থেকে নিয়ে আসছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ আজ তাকে মালদা জেলা আদালতে তোলে।