অবতক খবর,১৫ সেপ্টেম্বরঃ ইতিমধ্যেই ভারত সরকার ব্যারাকপুর রেলওয়ে স্টেশন মডেল স্টেশন গড়ে তুলতে উদ্যোগী হওয়ায় উক্ত রেলওয়ে স্টেশনে ২০০ জন স্থায়ী ও ৩৫০ অস্থায়ী হকারদের উঠে যাওয়ার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই হকার উচ্ছেদের নোটিশ পড়ার পর থেকেই শোরগোল পড়ে গেছে ব্যারাকপুর স্টেশন চত্বরে হকারদের মধ্যে। তার প্রতিবাদে আজ ব্যারাকপুর স্টেশনে আইএনটিটিইউসির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছিল । সেই মিছিলটি সমগ্র রেলওয়ে স্টেশনের সমস্ত প্লাটফর্মে পরিক্রমা করে। আন্দোলনকারীদের দাবি সমস্ত হকারদের পুনর্বাসন না দেওয়া পর্যন্ত এই হকার উচ্ছেদ তারা মানবে না। তারা জানান স্টেশন আধুনিকরণের নামে বারবার উচ্ছেদের নোটিশ দেয় রেল কর্তৃপক্ষ।