অবতক খবর,৪ জুন: গণনা শুরুর আগেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট প্রবেশ নিয়ে ব্যাপক গণ্ডগোল বাধে। অভিযোগ, গণনায় কারচুপি করতে তৃণমূল আই প্যাকের লোকজনকে ভেতরে ঢোকাচ্ছে। এমনকি দিদিকে বলো ব্যাগ নিয়েও গণনা কেন্দ্রে প্রবেশ করছে বলে অভিযোগ বিজেপির।
কাউন্টিং এজেন্ট প্রবেশ নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। বিজেপি নেতা রানা দাশগুপ্তের অভিযোগ, গণনায় কারচুপি করতে এবং গন্ডগোল পাকাতে তৃণমূল নানান কৌশল প্রয়োগ করছে।